এক্সিম ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের (এক্সিম) ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৭৬তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্পূর্ণ অবসায়নযোগ্য ও রূপান্তর অযোগ্য মুদারাবা সাব-অর্ডিনেট বন্ডটির মেয়াদ ৭ বছর। অতালিকাভুক্ত এ বন্ডটি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অফশোর উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে প্রাইভেট পেস্নসমেন্টের মাধ্যমে ইসু্য করা হবে। বন্ড ইসু্যর মাধ্যমে উত্তোলিত অর্থে এক্সিম ব্যাংক টায়ার-টু মূলধন ভিত্তি শক্তিশালী করবে। ইউনিটপ্রতি ১ কোটি টাকা অভিহিত মূল্যের এ বন্ডটির ট্রাস্টি গ্রিন ডেল্টা ইন্সু্যরেন্স কোম্পানি আর ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।