মালয়েশিয়ায় এসআইবিএল ব্যবস্থাপনা পরিচালকের মতবিনিময়

প্রকাশ | ০১ আগস্ট ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) উদ্যোগে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সেরেমবান শহরের একটি হোটেলে মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কামাল হোসাইন ও মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা। সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, মালয়েশিয়া থেকে শুধু নয়, বিশ্বের অনেক দেশ থেকেই এখন এসআইবিএল নাউ অ্যাপ ব্যবহার করে ই-অ্যাকাউন্ট খোলা যাচ্ছে। এই সার্ভিসটি মালয়েশিয়া থেকে গত বছরের জুনে আমরা উদ্বোধন করেছিলাম। তিনি আরও বলেন, প্রবাসীদের জন্য এসআইবিএলের অনেক আকর্ষণীয় সেবাপণ্য আছে। এছাড়া এয়ারপোর্ট থেকে ঢাকা শহরের মধ্যে যেকোনো স্থানে পৌঁছে দেওয়ার জন্য পরিবহণ সুবিধা রয়েছে। তিনি প্রবাসী বাংলাদেশিদের এসব সেবাপণ্য গ্রহণের আহ্বান জানান। বিজ্ঞপ্তি