সপ্তাহে দর পতনের শীর্ষে ছিল যারা

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে সাভার রিফ্রাক্টরিজ। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৮ দশমিক ২১ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৯১ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৮২ লাখ ৯৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২০ লাখ ৭৪ হাজার টাকা। লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতি ইন্সু্যরেন্স। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৬ দশমিক ০৭ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৩৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৫ কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা। এশিয়া ইন্সু্যরেন্স লুজারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৪ দশমিক ১০ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৩২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১২ কোটি ১ লাখ ২৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৩১ হাজার ২৫০ টাকা।