সাবমেরিন কেবলের দর বেড়েছে ১১.৫৪%

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ৫৪ শতাংশ। ফলে কোম্পানিটি উঠে আসে দরবৃদ্ধির সাপ্তাহিক তালিকার দ্বিতীয় স্থানে। সপ্তাহজুড়ে এই কোম্পানির মোট ১৭২ কোটি ১০ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এদিকে বুধবার ডিএসইতে শেয়ারটির দরে ছিল নিম্নমুখী প্রবণতা। এদিন বাংলাদেশ সাবমেরিন কেবল শেয়ারের সর্বশেষ দর ২ দশমিক ৪৫ শতাংশ বা ৪ টাকা ২ পয়সা কমে দাঁড়ায় ১৬৭ টাকায়। এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ৭১ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ১৭৩ টাকা ৫০ পয়সা। হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪৩ পয়সা, যা এর আগের বছরের একই সময় ছিল ৬ পয়সা। এদিকে দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ৯৬ পয়সা, যা এর আগের বছরের একই সময় ছিল ৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৮ এই কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৬১ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ায় কোম্পানিটিকে 'এ' থেকে 'বি' ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই কর্তৃপক্ষ। এর আগে ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয় বিএসসিসিএল।