স্যামসাংয়ের ফাইভজি ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং তাদের পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সমর্থিত ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছে। গ্যালাক্সি ফোল্ড নামের ডিভাইসটির দাম পড়বে প্রায় ২ হাজার ডলার। প্রতিদ্বন্দ্বী ডিভাইস নির্মাতা অ্যাপল ও চীনা ব্র্যান্ডগুলোকে টেক্কা দিতে এ ফোন এনেছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স। গ্যালাক্সি ফোল্ড আগামী ২৬ এপ্রিল বিক্রি শুরু হবে। ডিভাইসটি দেখতে সাধারণ স্মার্টফোনের মতোই। এটি ফোল্ড করা অবস্থায় ৪ দশমিক ৬ ইঞ্চি ডিসপেস্নর স্মার্টফোন এবং বইয়ের মতো ফোল্ড খুলে ৭ দশমিক ৩ ইঞ্চি ডিসপেস্নর ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যাবে। ডিভাইসটিতে একসঙ্গে তিনটি অ্যাপ রান করা যাবে। ডিভাইসটির অ্যাপ কন্টিনিউয়িটি ফিচারের মাধ্যমে এক মোড থেকে অন্য মোডে চালানো যাবে। গ্যালাক্সি ফোল্ড স্মার্টফোনে মোট ছয়টি ক্যামেরা আছে। এর মধ্যে তিনটি পেছনে, দুটি ফোল্ডের ভেতরে ও একটি সামনের প্যানেলে। ডিভাইসটি যেভাবেই ধরা হোক না কেন ছবি তোলা যাবে। অ্যান্ড্রয়েড ৯.০ পাইচালিত ১২ গিগাবাইটর্ যামের হ্যান্ডসেটটিতে ৫১২ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা মিলবে।