কোরবানি ঈদকে সামনে রেখে মাসেের্লর ৬৬ মডেলের ফ্রিজ

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
দামে সাশ্রয়ী। মানে সেরা। অসংখ্য কালার ও ডিজাইন। হাতের কাছে সহজ বিক্রয়োত্তর সেবা। উচ্চ প্রযুক্তিতে দেশেই তৈরি। এসব কারণে অল্পসময়ের মধ্যেই গ্রাহকদের মন জয় করেছে দেশীয় ব্র্যান্ড মাসের্ল। ঈদ সামনে রেখে এবার ৬৬ মডেলের ফ্রিজ বাজারে ছেড়েছে মাসের্ল। মাসেের্লর বিপণন বিভাগের কমর্কতার্রা জানান, কোরবানি ঈদকে সামনে রেখে স্থানীয় বাজারে ৬৬ মডেলের ফ্রিজ উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ৫২ মডেলের ফ্রস্ট, ২ মডেলের নন-ফ্রস্ট ও ১২ মডেলের ডিপ ফ্রিজ। ফ্রস্ট ফ্রিজের মধ্যে রয়েছে টেম্পারড গøাসডোরের ১১টি মডেল। রয়েছে ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী বিএসটিআইর ‘ফাইভ স্টার এনাজির্ রেটিং’ সনদপ্রাপ্ত রেফ্রিজারেটর। নন-ফ্রস্ট ফ্রিজের রয়েছে দুটি মডেল। এসব ফ্রিজে ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী ইন্টেলিজেন্ট ইনভাটার্র প্রযু্িক্তর কম্প্রেসার ব্যবহার করা হয়েছে। কম্প্রেসারে ব্যবহার করা হয়েছে বিশ্ব স্বীকৃত সম্পূণর্ পরিবেশবান্ধব আর৬০০এ রেফ্রিজারেন্ট। ফলে মাসেের্লর ইনভাটার্র প্রযুক্তির ফ্রিজে বিদ্যুৎ সাশ্রয় হয় ৬০ শতাংশ পযর্ন্ত। কোরবানি ঈদে ডিপ ফ্রিজের চাহিদা মেটাতে মাসেের্লর রয়েছে ১২ মডেলের ফ্রিজার। জানা গেছে, মাসেের্লর ২১৭ লিটারের ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী ইন্টেলিজেন্ট ইনভাটার্র প্রযুক্তির নন-ফ্রস্ট ফ্রিজ বাজারে ভালো সাড়া ফেলেছে। বিশেষ ডিজাইনে তৈরি বড় ডিপযুক্ত ২১৩ লিটার ও ২২০ লিটারের ফ্রস্ট ফ্রিজও ভালো চলছে। এর ডিপ অংশ বড় হওয়ায় গ্রাহকদের আলাদা করে ডিপ ফ্রিজ কিনতে হবে না। তাই গ্রাহকপযাের্য় এই ফ্রিজের চাহিদা অনেক বেশি। এ ছাড়া বাজারে নতুন এসেছে মাসেের্লর স্পেশাল টেম্পারড গøাস ডোরের রেফ্রিজারেটর ও ৩০০ লিটারের ডিপ ফ্রিজ। ফ্রিজের পাশাপাশি স্থানীয় বাজারে ১৯, ২০, ২৪, ২৮, ৩২, ৩৯, ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চির সবের্মাট ৪৩ মডেলের এলইডি টেলিভিশন উৎপাদন ও বাজারজাত করছে মাসের্ল। এর মধ্যে রয়েছে আন্তজাির্তক মানের ৩২-ইঞ্চি স্মাটর্ টিভি।