ব্যাংকের বিনিয়োগের খবরে ইতিবাচক শেয়ারবাজার

প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

যাযাদি রিপোর্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার সব ধরনের সূচক বেড়েছে। আগের কার্যদিবসের তুলনায় এদিন লেনদেনের পরিমাণও বেড়েছে। লেনদেন বেড়ে ছয়শ' কোটি টাকা ছাড়িয়েছে। এদিন শেয়ার ক্রয়ের চাপও ছিল বেশি। ফলে ১২২টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে ৩৫টির। জানা গেছে, পুঁজিবাজারে বন্ড, ডিবেঞ্চার এবং ইসলামিক শরিয়াহভিত্তিক বন্ড বা সুকুকে বিনিয়োগের ক্ষেত্রে কোনো সীমা থাকছে না। গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর প্রেক্ষিতে রোববার ক্রেতারা বাজারে সক্রিয় ছিল। বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার ডিএসইতে ৬১০ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। সে হিসেবে লেনদেন বেড়েছে ১৫৪ কোটি ৪৭ লাখ টাকার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১১ দশমিক ৬০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ১৭ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রেমে ২ হাজার ১৪৬ দশমিক ৭৮ পয়েন্টে ও ১ হাজার ৩৭৩ দশমিক ৯৩ পয়েন্টে। রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২২টির এবং কমেছে ৩৫টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৭৫টির। এদিন ডিএসইতে ফু-ওয়াং ফুডের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন কোম্পানিটি ৫৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের ৩০ কোটি ৩২ লাখ টাকা, ক্রিস্টাল ইন্সু্যরেন্সের ২৯ কোটি ৬৪ লাখ টাকা, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ২১ কোটি ৭৫ লাখ টাকা, সিমটেক্সের ১৯ কোটি ৫১ লাখ টাকা, জেমিনি সি ফুডের ১৮ কোটি ৯০ লাখ টাকা, রূপালী লাইফ ইন্সু্যরেন্সের ১৭ কোটি ৫২ লাখ টাকা, এমারেল্ড অয়েলের ১৬ কোটি ৩০ লাখ টাকা, নাভানা ফার্মার ১৬ কোটি ২২ লাখ টাকা এবং ডেফোডিল কম্পিউটার্সের ১৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ইস্টার্ন ইন্সু্যরেন্স, ক্রিস্টাল ইন্সু্যরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন হাউজিং, কন্টিনেন্টাল ইন্সু্যরেন্স, জনতা ইন্সু্যরেন্স, লিগ্যাসী ফুটওয়্যার, মেঘনা ইন্সু্যরেন্স, এশিয়া প্যাসিক জেনারেল ইন্সু্যরেন্স ও সেন্ট্রাল ফার্মা। দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ডেফোডিল কম্পিউটার, আরডি ফুড, এমারেল্ড অয়েল, আলহাজ টেক্সটাইল, ইনটেক, আরামিট, পূবালী ব্যাংক, ইয়াকিন পলিমার, শ্যামপুর সুগার ও ইমাম বাটন। অপরদিকে সিএসইতে রোববার লেনদেন হয়েছে ১২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবস বৃহস্পতিবার ১৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। \হএদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩টির, কমেছে ২১টির এবং পরিবর্তন হয়নি ৭৬টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩০ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৩ দশমিক ৪৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ২৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২৪ দশমিক ২৮ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৯ দশমিক ২০ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩০৯ দশমিক ৭৪ পয়েন্টে, ১৩ হাজার ৪১৪ দশমিক ৮৪ পয়েন্টে, ১১ হাজার ১৫৮ দশমিক ৬৪ পয়েন্টে এবং ১ হাজার ১৭৫ দশমিক ৯৯ পয়েন্টে। এদিন সিএসইতে ডেফোডিল কম্পিউটার্সের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন ডেফোডিল কম্পিউটার্সের ৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের ৬৩ লাখ টাকা, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৪৪ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ২৩ লাখ টাকা, স্কয়ার ফার্মার ২২ লাখ টাকা, জেএমআই হসপিটালের ২২ লাখ টাকা, এমারেল্ড অয়েলের ২১ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ২০ লাখ টাকা, লার্ফাজহোলসিমের ১৯ লাখ টাকা এবং মিল্ডল্যান্ড ব্যাংকের ১৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।