নতুন মোটরবাইক 'টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ যাত্রা শুরু বাংলাদেশে

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
বিশ্বের স্বনামধন্য টু-হুইলার প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিভিএস মোটর কোম্পানি ৪ সেপ্টেম্বর বাংলাদেশে নতুন মোটরবাইক 'টিভিএস অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ফোরভি আরটিএফআই' (ফুয়েল ইনজেকশন) স্পোর্টস মোটর সাইকেল লঞ্চ করার ঘোষণা দিয়েছে। মোটর সাইকেলটিতে গ্রাহকের চাহিদা অনুযায়ী আধুনিক বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। টিভিএস অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ফোরভি এফআই এই সর্বশেষ সংযোজনটি পাওয়ার এবং পারফর্ম্যান্সের জন্য একটি নতুন মানদন্ড স্থাপন করেছে, যা বাংলাদেশের বাজারে ক্রমবর্ধমান গ্রাহকদের চাহিদা পূরণ করবে। টিভিএস অ্যাপাচি আরটিআর সিরিজ হলো বাংলাদেশের সবচেয়ে সফল মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর মধ্যে একটি যা স্পোর্টস সেগমেন্টের একটি শক্তিশালী মোটরবাইক হিসেবে গ্রাহকের কাছে পরিচিত। টিভিএস অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ফোরভি আরটিএফআইয়ের এই নতুন মডেলটি প্রদর্শন করে যে টিভিএস মোটর সর্বদা মানদন্ড নির্ধারণ ও দ্রম্নত গতির মোটরবাইক প্রেমীদের জন্য কাজ করে এবং বাংলাদেশের তরুণদের জন্য রেসিং পারফর্ম্যান্সের সঙ্গে বিবেচনা করে পণ্য সরবরাহ করে যা প্রতিদিনের যাতায়াতে আনন্দের নতুন মাত্রা যোগ করে। বিজ্ঞপ্তি