সেরা আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় অগ্রণী ফাইন্যান্সিং

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল রেটিং ২০২২-এ সেরা ৪টি আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেডের শতভাগ মালিকানাধীন অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড। গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট কর্তৃক আয়োজিত কনফারেন্স অন 'সাসটেইনেবল ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স' শীর্ষক অনুষ্ঠানে অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান কর্মকর্তা মো. রফিকুল ইসলামের হাতে 'সাসটেইনেবল রেটিং-২০২২ ক্রেস্ট' প্রদান করেন শরীফা খান, সচিব, ইকোনমিক রিলেশন ডিভিশন (ইআরডি)। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবির এবং বিআইবিএম-এর ডিরেক্টর জেনারেল ডক্টর মো. আক্তারুজ্জামান। বিজ্ঞপ্তি