ইরান-ইন্দোনেশিয়ার তেলবহির্ভূত বাণিজ্য বেড়েছে ১০ শতাংশ

প্রকাশ | ১৬ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ইরান ও ইন্দোনেশিয়ার মধ্যে তেলবহির্ভূত পণ্য বাণিজ্য বেড়েছে। ইরানের চলতি পঞ্জিকাবর্ষে প্রথম ১০ মাসে (২১ মার্চ ২০১৮-২০ জানুয়ারি ২০১৯) দেশ দুটির মধ্যে ৭৬ কোটি ৭২ লাখ ৪০ হাজার ডলার সমমূল্যের সাড়ে ১৮ লাখ টন তেলবহির্ভূত পণ্য বাণিজ্য সম্পন্ন হয়েছে। খবর সিনহুয়া। পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ মাসে দেশ দুটির তেলবহির্ভূত বাণিজ্য পরিমাণের দিক থেকে ৫ দশমিক ৩ শতাংশ এবং মূল্যের দিক থেকে ১০ দশমিক ২৮ শতাংশ বেড়েছে। ইন্দোনেশিয়ায় ৬৪ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার সমমূল্যের ১৭ লাখ ২০ হাজার টন পণ্য রফতানি করেছে ইরান।