৭৫০ কোটি টাকার বন্ড ছাড়বে পূবালী ব্যাংক

প্রকাশ | ১৬ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক লিমিটেড সাব-অর্ডিনেট বন্ড ছেড়ে ৭৫০ কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। পূবালী ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, ব্যাসেল-৩ এর ফ্রেমওয়ার্কের আওতায় টিয়ার-২ মূলধন বাড়ানোর লক্ষ্যে ব্যাংকটি বন্ড ইসু্য করে অর্থ সংগ্রহ করবে। বন্ডটির মেয়াদ হবে সাত বছর। তবে বন্ড ছাড়ার এই সিদ্ধান্তটি কার্যকর করার জন্য বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন প্রয়োজন হবে।