জাকিয়া রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশ | ২১ নভেম্বর ২০২৩, ০০:০০
অনলাইন ডেস্ক
জাকিয়া রউফ চৌধুরী সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৫০৮তম সভায় ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
দেশের বেসরকারি ব্যবসায়িক খাতে তার রয়েছে সুদীর্ঘ ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা। শুরু থেকেই তিনি দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠীর্ যাংগস গ্রম্নপের একাধিক সহযোগী প্রতিষ্ঠানে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত। বর্তমানে তিনি সি রিসোর্সেস গ্রম্নপ,র্ যাংগস্ ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড,র্ যাংগস্ কনস্ট্রাকশন লিমিটেড,র্ যাংগস্ এগ্রো ইন্ডাস্টিজ লিমিটেড এবং জেন ন্যাচারাল লিমিটেডের চেয়ারম্যান, একই সাথে তিনি র?্যাংগস্ রিয়েল এস্টেট লিমিটেড এবং র?্যাংগস্ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনির্ যাংগস্ লিমিটেড,র্ যাংগস্ মটরস্ লিমিটেড,র্ যাংগস্ প্রপার্টিজ লিমিটেড,র্ যাংগস্ অটোস লিমিটেড,র্ যাংগস্ ইন্টেরিয়র লিমিটেড,র্ যাংগস্ অ্যাপস্নায়েন্স লিমিটেডসহর্ যাংগস্ গ্রম্নপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের পরিচালক। বিজ্ঞপ্তি