বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে পারভীন সিকদারের বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে পারভীন হক সিকদারের নেতৃত্বে শোভাযাত্রা এবং আনন্দর্ যালি শরীয়তপুরের কার্তিকপুরে অনুষ্ঠিত হয়। হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় চার হাজার স্কুল ছাত্র-ছাত্রী এবং স্থানীয় মানুষের অংশগ্রহণে শোভাযাত্রা ও আনন্দর্ যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়। সেখানে চার হাজার স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য পারভীন হক সিকদার। এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধুর আদর্শে দিক্ষিত হয়ে পড়ালেখায় মনোযোগী হওয়ার এবং ভবিষ্যতে জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখার ব্যাপারে পরামর্শ প্রদান করেন। বিশ্ববিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে পারভীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকর পরিচালক মনোয়ারা সিকদার। বিজ্ঞপ্তি