কর্মসংস্থান ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স
প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
কর্মসংস্থান ব্যাংকের সদ্য যোগদানকৃত সহকারী অফিসারদের পাঁচ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন গতকাল বৃহস্পতিবার প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব মো. সায়েদুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক (পরিচালন ও হিসাব) গৌতম সাহা ও মহাব্যবস্থাপক (প্রশাসন ও নিরীক্ষা) মাহমুদা ইয়াসমীন। ওই অনুষ্ঠানে ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও উপমহাব্যবস্থাপক এ কে এম কামরুজ্জামান সভাপতিত্ব করেন। এ সময় ব্যাংকের ৪৫ জন সহকারী অফিসার প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন। বিজ্ঞপ্তি