লভ্যাংশ দেয়নি পিএফআই

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (পিএফআই) এবারও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। \হবৈঠকে গত ৩১ ডিসেম্বর, ২০১৮ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। \হজানা গেছে, গত তিন বছর টানা লোকসান দেয়ার পর এবার লোকসান থেকে বের হয়ে আসতে পেরেছে পিএফআই। প্রতিষ্ঠানটি এবার মুনাফা করেছে। তবে কোম্পানিটি কতটাকা মুনাফা করেছে আর শেয়ার প্রতি আয় (ইপিএস) কত হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। অন্য একটি সূত্র জানিয়েছে, বিদায়ী বছরে পিএফআই এর ইপিএস হয়েছে ২০ পয়সা থেকে ২২ পয়সার মধ্যে। কিন্তু কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্যটি যাচাই করা সম্ভব হয়নি।