পেটেন্ট আবেদনে একক প্রতিষ্ঠান হিসেবে শীর্ষে হুয়াওয়ে

প্রকাশ | ২৪ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
উদ্ভাবনের পেটেন্ট আবেদনে গত বছর রেকর্ড গড়েছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। জাতিসংঘের আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থায় (ডব্লিউআইপিও) গত বছর যে সংখ্যক পেটেন্ট আবেদন জমা পড়েছে, তাতে একক প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়ে শীর্ষে অবস্থান করছে। পাশাপাশি সারাবিশ্ব থেকে যে সংখ্যক আবেদন জমা পড়েছে, তার অর্ধেকই এশিয়াভিত্তিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের। গত মঙ্গলবার ডবিস্নউআইপিওর মহাপরিচালক ফ্রান্সিস গ্যারি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, এককভাবে কোনো কোম্পানির ক্ষেত্রে এটি সর্বকালের সেরা রেকর্ড। ডবিস্নউআইপিওর তথ্যমতে, ফাইভজি প্রযুক্তির নেটওয়ার্ক সরঞ্জাম মার্কিন ক্রেতাদের কাছে বিক্রিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া নিষেধাজ্ঞার মুখে থাকা হুয়াওয়ে গত বছর ৫ হাজার ৪০৫টি পেটেন্ট আবেদন করেছে। যেখানে ২০১৭ সালে তাদের আবেদন ছিল ৪ হাজার ২৪টি। এ ছাড়া মোট যত আবেদন জমা পড়েছে, তার মধ্যে ৫০ দশমিক ৫ শতাংশই এশিয়াভিত্তিক প্রতিষ্ঠানের। ডবিস্নউআইপিওর মহাপরিচালক বলেন, ঐতিহাসিকভাবে এটি খুবই ব্যতিক্রমী ঘটনা। এটা সত্যিই খুব উলেস্নখযোগ্য ব্যাপার। এদিকে ডবিস্নউআইপিওতে পেটেন্ট আবেদনে দ্বিতীয় অবস্থানে আছে জাপানি প্রতিষ্ঠান মিত্‌সুবিশি ইলেকট্রিক। তাদের আবেদন সংখ্যা ২ হাজার ৮১২।