সিঙ্গার বিডির রেকর্ড ডেট আজ

প্রকাশ | ২৪ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
রেকর্ড ডেট উপলক্ষে আজ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে সিঙ্গার বিডির পরিচালনা পর্ষদ। আগামী ২৩ এপ্রিল সকাল সাড়ে ১০টায় সাভারে সিঙ্গারের কারখানায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে সম্মিলিতভাবে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৯৬ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ৯ টাকা ৭৯ পয়সা। ২০১৮ হিসাব বছরে সম্মিলিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ১৩ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ২৮ টাকা ১৭ পয়সা। গেল বছর বিক্রি ও মুনাফায় উলেস্নখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে প্রকৌশল খাতের বহুজাতিক কোম্পানি সিঙ্গার বিডি। ২০১৮ হিসাব বছরে কোম্পানিটির ২৪ শতাংশ বিক্রয় প্রবৃদ্ধির বিপরীতে কর-পরবর্তী মুনাফা বেড়েছে ২৩ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে কম্পিউটার বিক্রিত্তে ৭০ শতাংশ।