ডেল্‌টা লাইফ ইনসিওরেন্সের বার্ষিক সাধারণ সভা

প্রকাশ | ২২ ডিসেম্বর ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ৩৪, ৩৫ ও ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২১ ডিসেম্বর তারিখে ডিজিটাল পস্ন্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের বলে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ওই এজিএমে সভাপতিত্ব করেন। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার ও পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার ফিদা এম কামালসহ পরিচালনা পর্ষদের পরিচালকরা পর্যবেক্ষক হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অ্যাডিশনাল সেক্রেটারি আজিমুদ্দীন বিশ্বাস এবং বহিঃ নিরীক্ষক, এসইসি'র প্রতিনিধি, ডিএসই ও সিএসই'র প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার এবং কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তা ও শেয়ার হোল্ডাররা ওই ডিজিটাল পস্ন্যাটফর্মে যুক্ত ছিলেন। সভায় ২০১৯, ২০২০ ও ২০২১ সালের নিরীক্ষিত হিসাব, বার্ষিক প্রতিবেদন ও ওই বছরগুলোর জন্য প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে ৩০ শতাংশ করে মোট ৯০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি