ইনফিনিটি টেকনোলজির আইপিও বাতিল

প্রকাশ | ২৬ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অপেক্ষায় থাকা ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিমিটেডের আইপিও আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইপিও আবেদনের পর বোনাস শেয়ারের মাধ্যমে মূলধন বৃদ্ধির ঘোষণা দেয়ার কারণে কোম্পানিটির আইপিও বাতিল করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। বিএসইসির সর্বশেষ কমিশন সভায় ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনালের আইপিও বাতিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১৯ মার্চ বিএসইসির উপপরিচালক মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে কোম্পানি এবং ইসু্য ম্যানেজার আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেডকে আইপিও আবেদন বাতিলের বিষয়টি জানানো হয়েছে।