৩১০ কোটি ডলারে 'কারিম' কিনছে উবার

প্রকাশ | ২৭ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
চলতি সপ্তাহের মধ্যেই ৩১০ কোটি ডলারে দুবাইভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানি কারিম নেটওয়ার্কস অধিগ্রহণ চুক্তির ঘোষণা দিতে যাচ্ছে মার্কিন রাইড শেয়ারিং কোম্পানি উবার টেকনোলজিস। বিষয়সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন। খবর বস্নুমবার্গ। সংশ্লিষ্টরা জানান, কারিম অধিগ্রহণে ১৪০ কোটি ডলার নগদ এবং কনভার্টিবল নোটে ১৭০ কোটি ডলার পরিশোধ করবে মার্কিন রাইড শেয়ারিং জায়ান্টটি। চুক্তিপত্র অনুসারে, নোটগুলো শেয়ারপ্রতি ৫৫ ডলার মূল্যে উবারের শেয়ারে রূপান্তরযোগ্য হবে। সৌদি যুবরাজ আল ওয়ালিদ বিন তালালের বিনিয়োগ প্রতিষ্ঠান ও জাপানের ই-কমার্স কোম্পানি রাকুতেন ইনকরপোরেশন মধ্যপ্রাচ্যের অন্যতম রাইড শেয়ারিং কোম্পানিটির পৃষ্ঠপোষক। কারিমের শেয়ারহোল্ডারদের সোমবার সন্ধ্যার মধ্যে লেনদেনের শর্তে সম্মতি প্রদানের জন্য বলা হয়েছে। আজকের মধ্যে একটি চুক্তির ঘোষণা দেয়া হতে পারে বলে বিষয় সংশ্লিষ্টরা জানিয়েছেন। এখন পর্যন্ত চুক্তির বিষয়টি নিশ্চিত না হলেও দুবাইয়ের মিডিয়া অফিস এক টুইটার বার্তায় জানিয়েছে, উবার-কারিমের প্রত্যাশিত চুক্তিটি এ অঞ্চলের বৃহত্তম প্রযুক্তিভিত্তিক বিনিয়োগ হতে যাচ্ছে। এদিকে অধিগ্রহণ চুক্তি নিয়ে কোনো মন্তব্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে উবারের মুখপাত্র ম্যাট কালম্যান। অন্যদিকে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য কারিমের মুখপাত্রকে পাওয়া যায়নি।