১০ শতাংশ লভ্যাংশ দেবে ব্যাংক এশিয়া

প্রকাশ | ২৭ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সুপারিশ করা হয়। লভ্যাংশসহ অন্যান্য বিষয় পর্যালোচনার জন্য আগামী ৩০ এপ্রিল বেলা ১১টায় ঢাকা লেডিস ক্লাবে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ এপ্রিল। সমাপ্ত হিসাব বছরে সম্মিলিতভাবে ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি নিট আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১ পয়সা। ২০১৭ হিসাব বছরে সম্মিলিত ইপিএস ছিল ১ টাকা ৯০ পয়সা। গেল বছর সম্মিলিতভাবে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৮৮ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১৮ টাকা ৮৫ পয়সা।