সিলকো ফার্মার আইপিও লটারির ড্র ১০ এপ্রিল

প্রকাশ | ২৭ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র আগামী ১০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ৭ মার্চ আইপিও আবেদনের চাঁদাগ্রহণ শুরু হয়। শেষ হয় ১৯ মার্চ বিকাল সাড়ে ৫টায়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬৬৯তম কমিশন সভায় সিলকো ফার্মার আইপিও অনুমোদন করে। সভা শেষে কমিশন জানায়, ওষুধ কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকায় তিন কোটি সাধারণ শেয়ার ইসু্য করবে। প্রতি লটে শেয়ারের সংখ্যা হবে ৫০০। এর মাধ্যমে তারা বাজার থেকে ৩০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থের ৪৮ দশমিক ২২ শতাংশ বা ১৪ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকা ব্যয় হবে কোম্পানির নতুন কারখানা ভবনের নির্মাণ কাজে। এছাড়া যন্ত্রপাতি ক্রয়ে ৩২ দশমিক ৪৫ শতাংশ বা ৯ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার, ডেলিভারি ভ্যান ক্রয়ে ১২ দশমিক ১০ শতাংশ বা ৩ কোটি ৬৩ লাখ ১০ হাজার ও আইপিওর খরচ বাবদ ৭ দশমিক ২৩ শতাংশ বা ২ কোটি ১৬ লাখ ৭৮ হাজার টাকা ব্যয় করা হবে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০৫ কোটি টাকা। প্রাক-আইপিও পরিশোধিত মূলধন ৬৪ কোটি ৩৭ লাখ টাকা। আইপিওর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করা হলে কোম্পানির পরিশোধিত মূলধন দাঁড়াবে ৯৪ কোটি ৩৭ লাখ টাকা। ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ৫ পয়সা। পাঁচ বছরের শেয়ারপ্রতি মুনাফার বাড়তি গড় ১ টাকা ৪৬ পয়সা।