বাজার পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক আজ

প্রকাশ | ২৭ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি ও মূল্য পর্যালোচনা করতে আজ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিকেল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। ভোক্তাদের অভিযোগ সম্প্রতি অস্থির হয়ে উঠেছে মুরগি, ডিমসহ দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার। সংশ্লিষ্টরা বলছেন, দেশে সব পণ্যেরই মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। এরপরও বাড়ছে মাছ, মাংস, ডিম, তেল ও পেঁয়াজের মতো খাদ্যপণ্যের দাম। ভোক্তাদের অভিযোগ, সামনে রোজা। তাই একশ্রেণির অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের অতিরিক্ত মূল্যবৃদ্ধি করে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পুরো বিষয়টি জানতে ব্যবসায়ীদের আজ জরুরি বৈঠকে ডেকেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এরই মধ্যে বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। বৈঠকে ব্যবসায়ীদের পাশাপাশি অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ঢাকা সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে রমজান। প্রতি বছরই রমজানকে কেন্দ্র করে বাজারে কয়েকটি নিত্যপণ্যের চাহিদা বাড়ে। আর সেই চাহিদাকে কেন্দ্র করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী অনৈতিক মুনাফার নেশায় মেতে ওঠে। অনেকেই পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে। এতে বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। এতে নিম্ন আয়ের মানুষের কষ্ট বাড়ে। তাই এবার রমজান শুরুর আগেই বাজারের দিকে নজর দিতে চায় সরকার। পণ্যের সরবরাহ ঠিক রাখার পাশাপাশি যাতে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, তা কঠোরভাবে মনিটরিংয়ের মাধ্যমে নিত্যপণ্যের দাম সাধারণ ক্রেতাদের সাধ্যের মধ্যে রাখতে চায় সরকার। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে, চাহিদার তুলনায় দেশে সব ধরনের পণ্যের মজুত সন্তোষজনক। দেশে কোনো পণ্যের ঘাটতি নেই। সব ধরনের পণ্যের সরবরাহ চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি। তাই রজমানে পণ্যের দাম বাড়ার কোনো কারণ নেই।