ইউআইইউ'র সঙ্গে ইউনিলিভারের বৈঠক

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশনের (আইআরআইআইসি) সঙ্গে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) মধ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার বৈঠক ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও এমডি এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) প্রেসিডেন্ট জাভেদ আক্তার এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) এক্সিকিউটিভ ডিরেক্টর টি আই এম নুরুল কবিরকে স্বাগত জানান ইউআইইউ'র ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশনের পরিচালক প্রফেসর ড. খন্দকার আবদুলস্নাহ আল মামুন। তিনি ইউআইইউ'র এইমস ল্যাব, ব্রেইন কম্পিউটার ইন্টারফেস গবেষণা ল্যাব, ইউনিভার্সিটি ইনোভেশন ল্যাব, সেন্টার ফর ডিজিটাল হেলথ ইনোভেশন অ্যান্ড পলিসি গবেষণা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন সেন্টার ফর ৪ওজ ল্যাবগুলো অতিথিদের পরিদর্শন করান এবং গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন। অতিথিরা এসব ল্যাবের বিভিন্ন গবেষণার গতিশীলতা, ফলাফল, এবং পরিবেশ দেখে দারুণভাবে মুগ্ধ হন। এ সময় বিভিন্ন বিভাগের প্রধান ও পরিচালক, শিক্ষক-শিক্ষিকা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি