এমটিবি ও গ্রীন ডেল্টার মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশের জনগণকে সমন্বিত আর্থিক সেবা প্রদানের প্রতিশ্রম্নতি নিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং গ্রীন ডেল্টা ইন্সু্যরেন্স কোম্পানি সম্প্রতি ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। এখানে উলেস্নখ্য, ব্যাংকাসুরেন্স হলো একটি ব্যাংক এবং একটি ইন্সু্যরেন্স কোম্পানির মধ্যে এমন একটি অংশীদারিত্ব যেখানে ব্যাংকের ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে ইন্সু্যরেন্স সেবা গ্রাহকরা কিনতে পারবেন। গ্রীন ডেল্টার হেড অফিসে ৩ জানুয়ারি, ২০২৪ তারিখে স্বাক্ষরিত এই চুক্তিটি ইন্সু্যরেন্স সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে এবং দেশবাসীর সামগ্রিক অর্থনৈতিক ঝুঁকি কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং গ্রীন ডেল্টা ইন্সু্যরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, ফারজানা চৌধুরী, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশের বীমা কিংবদন্তি এবং গ্রীন ডেল্টা ইন্সু্যরেন্সের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক, নাসির আহমেদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি