মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাবে বেড়েছে জ্বালানি তেলের দাম

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিস্নংকেন মধ্যপ্রাচ্যে হামাস-ইসরায়েল সংঘাতের বিস্তৃতি রোধে অঞ্চলটিতে সফরের প্রস্তুতি নিচ্ছেন। এমন খবরে জ্বালানি তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রভাব পড়েছে। খবর রয়টার্স। ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) শুক্রবার অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ৪৬ সেন্ট বা দশমিক ৫৯ শতাংশ বেড়েছে। ব্যারেলপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৭৮ ডলার শূন্য ৫ সেন্টে। একই সময়ে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডবিস্নউটিআই) দাম বেড়েছে ৬৪ সেন্ট বা দশমিক ৮৯ শতাংশ। প্রতি ব্যারেলে দাম উঠেছে ৭২ ডলার ৮৩ সেন্টে। ডবিস্নউটিআইয়ের মূল্য বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার সর্বোচ্চ ১ ডলার পর্যন্ত বেড়েছিল। এর মধ্য দিয়ে বছরের প্রথম সপ্তাহ ঊর্ধ্বমুখিতায় পার করতে যাচ্ছে ব্রেন্ট ও ডবিস্নউটিআই। পিভিএম বিশ্লেষক তামাস ভার্গ বলেছেন, 'মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এ মূল্যবৃদ্ধি ঘটেছে।' সংঘাতের কারণে জাহাজ কোম্পানিগুলো লোহিত সাগর দিয়ে চলাচলে নিরাপত্তাহীনতায় ভুগছে। এরই মধ্যে ডেনিশ শিপিং ও লজিস্টিক কোম্পানি মায়েরস্ক গ্রাহকদের লোহিত সাগর রুটে সেবা বিঘ্নিত হওয়ার বিষয়ে সতর্ক করেছে। কোম্পানিটি ঘোষণা দিয়েছে সাময়িকভাবে তাদের সব জাহাজ লোহিত সাগর থেকে দূরে সরিয়ে রাখবে।