ইবিএল কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা
প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) কার্ডধারীরা গেস্নারিয়া জিন'স কফিজ বাংলাদেশ আউটলেটগুলোতে বিশেষ সুবিধা ভোগ করবেন। সম্প্রতি ঢাকায় এতদ্সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং গেস্নারিয়া জিন'স কফিজ বাংলাদেশের মহাব্যবস্থাপক (অপারেশন্স) মো. এনামুল কবির। ইবিএল রিটেইল অ্যালায়েন্সের সিনিয়র ব্যবস্থাপক ফারজানা কাদের এবং গেস্নারিয়া জিন'স কফিজ বাংলাদেশের ব্যবস্থাপক (অপারেশন্স) প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি