চট্টগ্রাম চেম্বারের প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান

ব্যবসায়ীদের ক্ষতি করবে না রাজস্ব বোর্ড

প্রকাশ | ০৫ এপ্রিল ২০১৯, ০০:০০

চট্টগ্রাম অফিস
আগামী বাজেটে শিল্পপতি ব্যবসায়ীদের এমনকি ভোক্তাদের ক্ষতি হয় এমন কিছু করবে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অনেক সময় ব্যবসায়ীদের সব চাহিদা মেটানো সম্ভব হয় না। অভ্যন্তরীণ সম্পদ না থাকলে বাজেটে জোগান দেয়া কঠিন হয়ে যায়। এজন্য দেশীয় শিল্পকে গুরুত্ব দিতে হবে। খুচরা ব্যবসায়ীরা যাতে সমস্যায় না পড়ে সেজন্য ভ্যাট সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বঙ্গবন্ধু হলরুমে চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোশরারফ হোসেন ভুঁইয়া এসব কথা বলেন। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাজস্ব বোর্ডের সদস্য মাহমুদ ফিরোজ শাহ, কানন কুমার রায়, মোহাম্মদ মেফতাহ উদ্দীন খান, রেজাউল হাসান, সৈয়দ গোলাম কিবরিয়, উপসচিব কামরুল হাসান, চেম্বারের সিনিয়র সহসভাপতি নুরুল নেওয়াজ সেলিম, সহসভাপতি সৈয়দ জামাল আহমদ, পরিচালক ওয়াহিদ সিরাজ স্বজন প্রমুখ। মোশাররফ হোসেন ভুঁইয়া আরো বলেন, দেশকে শিল্পায়নের দিকে এগিয়ে নিতে হলে দেশীয় শিল্পকে গুরুত্ব দিতে হবে। এতে করে মানুষ দেশীয় শিল্পায়নের দিকে ধাবিত হবে। নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং তরুণ উদ্যোক্তারা শিল্পের প্রতি আস্থাশীল হবে। চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। পরিসংখ্যান বু্যরোর প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী ২০১৮-১৯ অর্থবছরের প্রবৃদ্ধি হার হবে ৮ দশমিক ১৩ শতাংশ। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে এবং ক্রমান্বয়ে ডবল ডিজিটের প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হব। তিনি আরো বলেন, ২০১৪-১৫ অর্থবছর থেকে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা ২ লাখ ৫০ হাজার টাকা বিদ্যমান রয়েছে। মূল্যস্ফীতি ও টাকার ক্রয়ক্ষমতা হ্রাসের বিষয় বিবেচনা করে এ সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন। একইভাবে মহিলা ও ৬৫ বছরের ঊর্ধ্বে আয়কর প্রদানকারীদের ক্ষেত্রে ৩ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৪ লাখ টাকা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩ লাখ ৭৫ হাজার টাকার পরিবর্তে ৪ লাখ ৭৫ হাজার টাকা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ৪ লাখ ২৫ হাজার টাকার পরিবর্তে ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা।