কামিল বুরহান ফিরদৌস ও শফিকুল ইসলাম বিডিবিএলের জিএম

প্রকাশ | ০৬ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মো. কামিল বুরহান ফিরদৌস ও মো. শফিকুল ইসলাম বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) নতুন জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়েছেন। মো. কামিল বুরহান ফিরদৌস ১৯৮৭ সালে অধুনালুপ্ত বাংলাদেশ শিল্প ঋণ সংস্থায় সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৮৬ সালে রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমানে রুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ১ম শ্রেণিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি ব্রাঞ্চ, জোনাল ও হেড অফিসের বিভিন্ন ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। শফিকুল ইসলাম ১৯৮৯ সালে অধুনালুপ্ত বাংলাদেশ শিল্পঋণ সংস্থায় সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৮৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি ব্রাঞ্চ অফিস ও হেড অফিসের বিভিন্ন ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি