চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
সম্প্রতি ব্র্যাক ব্যাংক ২০২৪ এবং পরবর্তী সময়ের জন্য জন্য ব্যবসায়িক রোডম্যাপ প্রণয়নের উদ্দেশ্যে চট্টগ্রাম অঞ্চলে একটি এজেন্ট ব্যাংকিং সম্মেলনের আয়োজন করেছে। ১৯ ফেব্রম্নয়ারি চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত দিনব্যাপী চলা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন- ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ৫১ জন এজেন্ট পার্টনার, এজেন্ট ফিল্ড অফিসার, এজেন্ট রিলেশনশিপ অফিসার এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ও এসএমই ব্যাংকিংয়ের কর্মকর্তারা। সম্মেলনে এজেন্ট ব্যাংকিংয়ের লিডাররা ২০২৩ সালের ব্যবসায়িক অর্জন পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ প্রবৃদ্ধির কৌশল নিয়েও আলোচনা করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এই খাতের বর্তমান অবস্থা এবং ব্যবসায়িক সম্ভাবনা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলা করার কৌশল নিয়ে আলোচনা করেন। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহায়তায় এই ইন্টারেক্টিভ সেশনটির আয়োজন করা হয়েছিল। এই ফাউন্ডেশনটি বাংলাদেশে বৃহৎ পরিসরে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতের লক্ষ্যে ব্র্যাক ব্যাংককে একটি ফান্ড সহায়তা দিয়েছে। বিজ্ঞপ্তি