ইস্পাহানী দৃষ্টি বিজনেস আইডিয়া প্রতিযোগিতা

প্রকাশ | ০৮ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শনিবার দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইস্পাহানী দৃষ্টি ব্রেইনস্টর্মিং ২০১৯ শিরোনামের প্রতিযোগিতার আসরে ব্যবসার ধারণা দেন তরুণরা। দশমবারের মতো বসেছে এই প্রতিযোগিতার আসর। এবারের প্রতিযোগিতার আসরে সহযোগিতায় ছিলর্ যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেড। নগরের একটি রেস্তোরাঁয় এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আয়োজন করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৫টি দলকে হারিয়ে কেইস সলভিং, রিব্র্যান্ডিং, টিভিসি এই তিনটি ধাপ পেরিয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় চারটি দল। প্রতিযোগিতায় ব্র্যান্ডিং চট্টগ্রাম, ব্র্যান্ডিং বাংলাদেশ বিষয়ক ব্যবসার ধারণা দিয়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীদের দল বিজ প্রো। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দল সুপারবাগ ও দ্বিতীয় রানার আপ হয় হাঙ্গরি ড্রাগন দল। অনুষ্ঠানে ইস্পাহানী চা লিমিটেডের প্রধান অপারেটিং কর্মকর্তা শান্তনু বিশ্বাস বলেন, তরুণরা আজকের আয়োজনে বলছিলেন সম্ভাবনার কথা। তারা যেন চোখের সামনে একটি দেশের মানচিত্র এঁকে দিলেন, যা আমাদের চোখে স্বপ্ন গুজে দিল। তাদের উপস্থাপনা দেখে মনে হচ্ছিল আমরা সঠিক পথে রয়েছি। বিজ্ঞপ্তি