বাংলাদেশে বাণিজ্য বাড়াতে চায় ভুটান

প্রকাশ | ০৮ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
ভুটান বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য নতুন উচ্চতায় নিতে গভীর আগ্রহ প্রকাশ করেছে।  এ লক্ষ্যে তারা আগামী ১২ এপ্রিল বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকায় এক দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হবেন। ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিংয়ের বাংলাদেশ সফরকালে এফবিসিসিআই এবং ভুটানের ব্যবসায়ী নেতাদের মধ্যে এক সভা অনুষ্ঠিত হবে। গতকাল এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম এবং  ভুটানের রাষ্ট্রদূত সোনাম তোবদেন রাবগের মধ্যে এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা করা হয়। ১২ এপ্রিলের সভায় ভুটানের প্রধানমন্ত্রী ছাড়াও দেশটির পররাষ্টমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং ২০ সদস্যের একটি ব্যবসায়ি প্রতিনিধিদল অংশ নেবেন। বাংলাদেশের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, বাণিজ্যমন্ত্রী এবং বিদু্যৎ প্রতিমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভুটান প্রতিনিধি দলে নির্মাণ খাত, বিদু্যৎ ও জ্বালানি, ভোগ্যপণ্য এবং পর্যটন ও সেবা খাতের প্রতিনিধিরা অংশ নেবেন। গতকালের বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ভুটান রাষ্ট্রদূত উলেস্নখ করেন, বন্ধুপ্রতিম এ দেশ দুটির মধ্যকার বাণিজ্য সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। পারস্পরিক নিবিড় যোগাযোগ এবং কার্যকর আলোচনার মাধ্যমে এ সম্পর্ক উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উলেস্নখ করেন। সেদেশের ব্যবসায়ি নেতাদের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার ব্যাপারে তিনি গভীর আগ্রহ প্রকাশ করেন। এফবিসিসিআই সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ এবং পরিচালক সুজিব রঞ্জন দাস সভায় উপস্থিত ছিলেন। এফবিসিসিআই মহাসচিব হোসাইন জামিলও আলোচনায় অংশ নেন।