আজ থেকে এস্কয়ার নিটের লেনদেন শুরু

প্রকাশ | ০৯ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
আজ থেকে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এস্কয়ার নিট কম্পোজিটের শেয়ার লেনদেন শুরু হবে। 'এন' ক্যাটাগরির আওতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির ট্রেডিং কোড হবে 'ঊঝছটওজঊঘওঞ' এবং কোম্পানির কোড ১৭৪৮১। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির স্ক্রিপ্ট কোড 'ঊঝছটওজঊঘওঞ' এবং স্ক্রিপ্ট আইডি হবে ১২০৬৯। প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বরাদ্দ পাওয়া এস্কয়ার নিট কম্পোজিটের শেয়ার বিনিয়োগকারীদের গত ৭ মার্চ বুঝিয়ে দেয় কোম্পানি কর্তৃপক্ষ। এই শেয়ার বরাদ্দ দেয়ার লক্ষ্যে গত ৭ ফেব্রম্নয়ারি আইপিও লটারির ড্র'র আয়োজন করা হয়। তার আগে ৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে কোম্পানিটি ১৫০ কোটি টাকা সংগ্রহ করেছে। এ টাকা সংগ্রহ লক্ষ্যে ২০১৭ সালের এপ্রিলে রোড শো করে প্রতিষ্ঠানটি। ওই রোড শোতে এস্কায়ার নিট কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি ৫৭৬ কোটি টাকার ব্যবসা সম্প্রসারণ করবে। এর মধ্যে শেয়ারবাজার থেকে সংগ্রহ করা হবে ১৫০ কোটি টাকা। বাকি অর্থের মধ্যে ৩৪০ কোটি টাকা বৈদেশিক ও দেশি ঋণ এবং ৮৬ কোটি টাকা কোম্পানির মুনাফা থেকে সংগ্রহ করা হবে। শেয়ারবাজার থেকে সংগ্রহ করা টাকার মধ্যে ১০০ কোটি ৪২ লাখ টাকা দিয়ে ভবন নির্মাণ, ২১ কোটি ২৩ লাখ টাকা দিয়ে ইয়ার্ন ডাইং মেশিন ক্রয়, ২১ কোটি ৯১ লাখ টাকা দিয়ে ওয়াশিং পস্ন্যান্ট মেশিন ক্রয় ও বাকি ৬ কোটি ৪৪ লাখ টাকা আইপিও বাবদ খরচ করা হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। রোড শোর প্রায় এক বছর পর ২০১৮ সালে কোম্পানিটির শেয়ারের কাট অফ প্রাইস নির্ধারণে বিডিংয়ের অনুমোদন দেয় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।