জনতা ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশ | ১৩ মার্চ ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী কর্মীদের নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করে জনতা ব্যাংক পিএলসি.। ব?্যাংকের এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার নারী ব্যাংক কর্মীদের নিয়ে কেক কাটেন। এ সময় ব্যাংকের ডিএমডি মো. গোলাম মরতুজা ও মো. নুরুল আলম, জিএম মো. নুরুল ইসলাম মজুমদার, মিজানুর রহমান, মো. আবদুল মতিন, মো. আশরাফুল আলম, মেহের সুলতানা, রুহিয়া আখতার, অনিতা দে, প্রতিভা রানী সরকারসহ ঊর্ধ্বতন নির্বাহী-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার বলেন, নারীদের জন্য বিশেষ সার্ভিস চালু করেছে জনতা ব্যাংক। প্রান্তিক পর্যায়ের নিম্নআয়ের নারীদের জন্য ইতোমধ্যে 'জনতা ব্যাংক নারী সঞ্চয় প্রকল্প' নামে একটি বিশেষ স্কিম চালু করা হয়েছে। আমাদের ব্যাংকে প্রতিমাসের তৃতীয় সপ্তাহ নারী গ্রাহক সেবা সপ্তাহ হিসেবে পালিত হচ্ছে। এছাড়া, নারী ব্যাংকারদের জন্য বর্তমানে নিরাপদ ও উন্নত কর্মপরিবেশ তৈরি করা হয়েছে। বিজ্ঞপ্তি