ডবিস্নউবিএএফের সিনেটর হলেন গোলাম মনোয়ার কামাল

প্রকাশ | ১০ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গোলাম মনোয়ার কামাল
ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট ফোরামের (ডবিস্নউবিএএফ) বাংলাদেশের সিনেটর হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মনোয়ার কামাল। ৮ এপ্রিল তিনি এ নিয়োগ পান। এ নিয়োগপ্রাপ্তির ফলে গোলাম মনোয়ার কামাল মূলত বৈশ্বিক পুঁজিবাজারে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেলেন। এখন থেকে তিনি ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। পাশাপাশি তিনি বাংলাদেশের অর্থনীতির পুনর্গঠনে দেশীয় ও আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের সঙ্গে উদ্যোক্তা উন্নয়নে কাজ করবেন। বিশ্বজুড়ে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও কর্মক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে স্টার্টআপ ব্যবসায়গুলোকে পুঁজি প্রদানে কাজ করে থাকে ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট ফোরাম। প্রতিষ্ঠানটি বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নে এসএমই, স্টার্টআপসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ক্ষমতায়নে বিশ্বব্যাপী সমন্বয়কের কাজ করা, সমাজের বিভিন্ন স্তরের মানুষ তথা রাজনীতিক, অর্থনীতিবিদদের মধ্যে আন্তঃসম্পর্ক তৈরি করা, বৈশ্বিক পর্যায়ের আন্তর্জাতিক ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করা ইত্যাদি কাজ করে থাকে। বিজ্ঞপ্তি