এলজির উদ্যোগে অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৪

প্রকাশ | ১৫ মার্চ ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশে স্থানীয় সমস্যা সমাধানে সহায়তা করার জন্য এবং সাম্প্রদায়িক ক্ষমতায়নের জন্য এলজি বাংলাদেশ, এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৪ উদ্বোধন করা হয়েছে। এলজি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর পিটার কো আজ ১১ মার্চ এলজি বাংলাদেশের গুলশান অফিসে এই কার্যক্রমের উদ্বোধন করেন যেখানে হাসান মাহমুদুল, হেড অব কর্পোরেট ব্র্যান্ডিং, মোহাম্মদ রেহানউদ্দিন এক্সিকিউটিভ বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ২০১৭ সাল থেকে প্রতি বছর এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম আয়োজন করে আসছে এলজি বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় ১৪ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বিষয়ে পোস্ট করে এলজি বাংলাদেশের পক্ষ থেকে ফলোয়ার দের কাছ থেকে সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনা জমা দেওয়ার জন্য আহ্বান জানায় যা সমাজের নিপীড়িত মানুষের সমস্যা সমাধানে সহযোগিতা করবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ। আবেদন জমা দেওয়ার লিংক। বিজ্ঞপ্তি