এনসিসি ব্যাংক ও একপের মধ্যে চুক্তি

প্রকাশ | ১৯ মার্চ ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
এনসিসি ব্যাংক সম্প্রতি বাংলাদেশের বৃহত্তম পেমেন্ট প্রসেসর 'একপে' এর সঙ্গে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে এনসিসি ব্যাংকের অ্যাকাউন্টধারী এবং ক্রেডিট কার্ডের গ্রাহকরা ডিজিটাল পস্ন্যাটফর্মে অর্থাৎ ওয়েব অথবা মোবাইল অ্যাপসের মাধ্যমে যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে সব ধরনের ইউটিলিটি বিল/ফি দ্রম্নততার সঙ্গে 'একপে' এর মাধ্যমে প্রদান করতে পারবেন। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম. শামসুল আরেফিনের উপস্থিতিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম এবং 'একপে' এর বিজনেস স্পেশালিস্ট, এসপায়ার টু ইনোভেট মো. শফিকুল ইসলাম স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর এবং হস্তান্তর করেন। এ সময় এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উলস্না খান, এসইভিপি ও কোম্পানি সচিব মো. মনিরুল আলম, এসইভিপি ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ইভিপি ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই বিজনেস মোহাম্মদ রীদওয়ানুল হক, মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা ও হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল পেমেন্ট ডিভিশন জোবায়ের মাহমুদ ফাহিম এবং 'একপে' এর লিড মার্চেন্ট, এসপায়ার টু ইনোভেট আহসান হাবিবসহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি