এমএনআরএস ট্রাস্ট বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার প্রদান

প্রকাশ | ২১ মার্চ ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে 'এমএনআরএস ট্রাস্ট'র বৃত্তিপ্রাপ্ত কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠান। সম্প্রতি উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন সেমিনার হলে আয়োজন করা হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এমএনআরএস ট্রাস্টের চেয়ারম্যান মমতাজ বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। মেধাবীদের পদচারণায় মুখরিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্‌ নবী (অব.), মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম। এছাড়াও উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মোহাম্মদপুর শাখার অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন, মৌশাইর শাখার অধ্যক্ষ অধ্যাপক এমএ মান্নান, উত্তরা সেক্টর-৬ ক্যাম্পাসের অধ্যক্ষ হেমায়েত উদ্দিন সিকদার, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল-ডিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর খান (অব.) প্রমুখ। মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মাইলস্টোন স্কুল এবং কলেজের বিভিন্ন ক্যাম্পাসে কর্মরত উপাধ্যক্ষ, বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী এবং তাদের সম্মানিত অভিভাবকগণ। উলেস্নখ্য, প্রথমবারের মতো এমএনআরএস ট্রাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ডিসেম্বরে। এতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম ও অষ্টম শ্রেণির বাছাইকৃত চার শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং বৃত্তি লাভ করে ৭৮ জন। বিজ্ঞপ্তি