রাইট শেয়ার ইসু্য করবে আইপিডিসি

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড রাইট শেয়ার ইসু্য করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি বিদ্যমান প্রতি ২টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইসু্য করতে চায়। ৩১ ডিসেম্বর, ২০১৮ তারিখে সমাপ্ত বছরের জন্য ঘোষিত ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ক্রেডিট করার পর মোট শেয়ারের স্থিতির বিপরীতে এই রাইট শেয়ার ইসু্য করা হবে। ১০ ফেব্রম্নয়ারি রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্ষদের সিদ্ধান্ত অনুসারে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ২ টাকা প্রিমিয়াম নেয়া হবে। তাতে শেয়ারের ইসু্য মূল্য দাঁড়াবে ১২ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে, বর্তমানে আইপিডিসির শেয়ার সংখ্যা ২১ কোটি ৮১ লাখ ৬০ হাজার ৮১৬টি। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় ঘোষিত লভ্যাংশ অনুমোদিত হলে বোনাস ক্রেডিটের পর শেয়ার সংখ্যা বেড়ে হবে ২৩ কোটি ৫৬ লাখ ১৩ হাজার ৬৮১টি। এই হিসেবে কোম্পানিটি রাইট শেয়ার ইসু্য করবে ১১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৪০ টি। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানির প্রস্তাবিত মূল্য অনুমোদন করলে রাইটের মাধ্যমে কোম্পানিটি ১৪১ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৮৮ টাকা সংগ্রহ করবে। কোম্পানিটি জানিয়েছে, ব্যবসায়িক প্রবৃদ্ধি ধরে রাখা, মূলধনভিত্তি শক্তিশালী করা এবং বাংলাদেশ ব্যাংকের দেয়া মূলধনের শর্ত পূরণের লক্ষ্যে রাইট শেয়ার ইসু্যর মাধ্যমে অর্থ সংগ্রহ করা হবে।