সপ্তাহে দর বাড়ার শীর্ষে যারা

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে অগ্রণী ইন্সু্যরেন্স। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৪ দশমিক ১৯ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৬ কোটি ৯৪ লাখ ৩৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর বেড়েছে ১২ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৩৩৮ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩৬ কোটি ১৯ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৪ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা। মুন্নু সিরামিকস গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর বেড়েছে ১২ দশমিক ২০ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৩৩১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৬১ কোটি ৩৪ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৫ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ৭৫০ টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কে এন্ড কিউ, গেস্নাডেন হার্ভেস্ট এগ্রো, আইসিবি এমপেস্নায়েজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কীম ওয়ান, বাংলাদেশ সাবমেরিন কেবল, লিগ্যাসি ফুটওয়্যার, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও এটলাস বাংলাদেশ।