লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

প্রকাশ | ৩১ মার্চ ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৪ থেকে ২৮ মার্চ) কোম্পানি ও মিউচু্যয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ। শনিবার ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৫.৭৩ শতাংশ। এতে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে। লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মসিউটিক্যালসের ২৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৪.৯৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৪.০৪ শতাংশ। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে- বেস্ট হোল্ডিংসের ৩.৭১ শতাংশ, গোল্ডেন সনের ৩.২২, ফু-ওয়াং সিরামিকের ৩.০৪, শাইনপুকুর সিরামিকের ২.৪৮, মালেক স্পিনিংয়ের ২.২০।