সপ্তাহে দর পতনের শীর্ষে যারা

প্রকাশ | ১৪ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে সিঙ্গার বিডি। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২৭ দশমিক ১৮ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১৮২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৭৪ কোটি ৩২ লাখ ৩৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ৫৮ লাখ ৯ হাজার টাকা। লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যারিকো বাংলাদেশ। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর কমেছে ১৩ দশমিক ৬০ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ১ হাজার ৪১৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১০ কোটি ৮৯ লাখ ৫১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৭৫০ টাকা। পপুলার লাইফ ইন্সু্যরেন্স লুজারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১১ দশমিক ৩৬ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৮৭ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৭৭ লাখ ৯৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৯ লাখ ৪৯ হাজার ২৫০ টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী লাইফ ইন্সু্যরেন্স, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড, ট্রাস্ট ব্যাংক, গেস্নাবাল হেভি কেমিক্যালস, লাফার্জ হোলসিম বাংলাদেশ, রেকিট বেনকিজার ও রেনউইক যজ্ঞেশর।