'জেড' ক্যাটাগরির কোম্পানির খোঁজে বিএসইসি

প্রকাশ | ১৪ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
পুঁজিবাজারে 'জেড' ক্যাটাগরিতে অবস্থানরত কোম্পানিগুলোর বর্তমান অবস্থার খোঁজ নেয়ার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার কমিশন এ কমিটি গঠন করে। বিএসইসির গঠিত ৩ সদস্যের কমিটিতে পরিচালক মো. মনসুর রহমানকে আহবায়ক করা হয়েছে। কমিটির সদস্য সচিব করা হয়েছে বিএসইসির উপ-পরিচালক মো. নজরুল ইসলামকে এবং কমিশনের উপ-পরিচালক শেখ মো. লুৎফুল কবিরকে সদস্য করা হয়েছে। আলোচিত কমিটি গত ১ বছর বা এর বেশি সময় ধরে জেড ক্যাটাগরিতে অবস্থানরত কোম্পানিগুলোর বিষয়ে খোঁজ খবর নেবে। একই সঙ্গে ২০০২ সালে জারিকৃত নোটিফিকেশন এর উপর আলোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করবে এই কমিটি। এই কমিটি সুপারিশের ভিত্তিতে কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।