কর্মসংস্থান ব্যাংকের নতুন চেয়ারম্যান কানিজ ফাতেমা

প্রকাশ | ১৯ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কানিজ ফাতেমা, এনডিসি
সাবেক সচিব কানিজ ফাতেমা, এনডিসিকে ১১ এপ্রিল কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি কর্মে যোগদান করেছেন। কানিজ ফাতেমা এনডিসি এর আগে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব); শিক্ষা মন্ত্রণালয়াধীন উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব); পরিকল্পনা বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব; চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, অর্থ বিভাগের উপসচিব (বাস্তবায়ন); পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক; দুর্নীতি দমন কমিশনের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। টাঙ্গাইলের ভুয়াপুরের থানা নির্বাহী কর্মকর্তা এবং মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। ১৯৮৩ সালে রাজশাহী জেলায় সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনে তার জ্ঞান, কর্মদক্ষতা, সততা, শৃঙ্খলাবোধ, কর্তব্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার বিশেষ সুখ্যাতি রয়েছে। এনএপিডি'তে তিনি আইসিটি, ইনোভেশন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিসহ প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান কৌশলগত ও গুণগত পরিবর্তন এনেছেন। তিনি ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া ১৯৯৫ সালে সাসেক্স ইউনিভার্সিটি, যুক্তরাজ্য হতে ঊহারৎড়হসবহঃ, উবাবষড়ঢ়সবহঃ ্‌ চড়ষরপু বিষয়ে মাস্টার্স অব আর্টস ডিগ্রি লাভ করেন। সুদীর্ঘ চাকরি জীবনে তিনি আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, চায়না, ফিলিপাইন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে বিভিন্ন ট্রেনিং ও সেমিনারে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি