রপ্তানি ট্রফি পাচ্ছে ৬৫ প্রতিষ্ঠান

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৬৫ প্রতিষ্ঠানকে 'জাতীয় রপ্তানি ট্রফি' দিতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। ২০১৬-১৭ অর্থবছরের রপ্তানিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ ট্রফি দেয়া হবে। বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানিকারক ৬৫ প্রতিষ্ঠানকে এ ট্রফি দেয়া হবে। সম্মিলিতভাবে ২০১৬-১৭ অর্থবছরে সবচেয়ে বেশি রফতানি করে সেরা প্রতিষ্ঠান হিসেবে স্বর্ণপদক পেতে যাচ্ছে তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জোবায়ের ফ্যাব্রিকস লিমিটেড। এর আগের কয়েক অর্থবছরেও এ পদক পেয়েছে প্রতিষ্ঠানটি। জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা অনুসারে এবার তৈরি পোশাক (ওভেন ও নিটওয়্যার), সব ধরনের সুতা, টেক্সটাইল ফ্যাব্রিকস, হোম স্পেশালাইজড ও টেক্সটাইল, হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চামড়া, চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, কৃষিজাত পণ্য (তামাক বাদে), কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ফুল ও ফলিয়েজ, হস্তশিল্পজাত পণ্য, পস্নাস্টিক পণ্য, সিরামিক সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, অন্যান্য শিল্প পণ্য, ওষুধ, কম্পিউটার সফটওয়্যার, প্যাকেজিং ও অ্যাকসেসরিজ পণ্য এবং রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলভুক্ত (ইপিজেড) শতভাগ দেশি মালিকানার কারখানাসহ মোট ২৮টি শ্রেণিতে এ পদক দেয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রপ্তানি বাণিজ্যে উৎসাহ দেয়া ও সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন খাতে রফতানি পদক দেয়া হয়। রপ্তানি আয়, আয়ের প্রবৃদ্ধি, নতুন পণ্য সংযোজন, নতুন বাজার ও পরিবেশসম্মত উৎপাদন পরিবেশকে এক্ষেত্রে বিবেচনায় নেয়া হয়। বাণিজ্য সচিবের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের একটি কমিটি এসব সূচক বিশ্লেষণের মাধ্যমে জাতীয় রফতানি ট্রফির জন্য যোগ্য প্রতিষ্ঠানকে নির্বাচিত করে। ইপিবি, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), এফবিসিসিআইসহ গুরুত্বপূর্ণ ব্যবসায়ী চেম্বারের প্রতিনিধিরা কমিটিতে রয়েছেন।