'ইউএস ট্রেড শোতে আমেরিকান কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যান

প্রকাশ | ১০ মে ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের যৌথ আয়োজনে ২৯তম ইউএস ট্রেড শোয়ে অংশগ্রহণ করেছে রিমার্ক এলএলসি ইউএসএ'র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি'র বিশ্বখ্যাত কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যান। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি হারল্যানের বিভিন্ন প্রিমিয়াম কালার কসমেটিকস পণ্য আগ্রহভরে দেখছেন দর্শকরা। তিন দিনব্যাপী ইউএস ট্রেড শো চলবে ৯ থেকে ১১ মে পর্যন্ত। যার মাঝে বরবরের মতোই আমেরিকান কোম্পানির ব্র্যান্ড হারল্যানের পণ্য সমৃদ্ধ রিমার্ক-হারল্যানের গ্র্যান্ড প্যাভিলিয়ন আলাদাভাবে দর্শনার্থীদের নজর কেড়েছে। ক্রেতা ও দর্শনার্থীদের জন্য হারল্যান নিয়ে এসেছে বৃহৎ পরিসরে বুলেট লিপস্টিক, লিপ গস্নস, নেইল পলিশ ও জেল লাইনারের এক অভাবনীয় লাইনআপ। ম্যাট ফিনিশের বুলেট লিপস্টিকের সঙ্গে ঠোঁটের কালার টেক্সচার হবে আরও ঘন ও আকর্ষণীয়, অন্যদিকে ডিউড্রপ ও গ্যালাকটিক গস্ন্যাম লিপ গস্নস ঠোঁটকে রাখবে সফট ও হাইড্রেটেড। এছাড়াও নেইল পলিশের ক্লাসিক, জেল, হলোগ্রাফিক ও গিস্নটারের চারটি ভিন্ন ধরন, নখের সাজে যোগ করবে নতুন মাত্রা। বিজ্ঞপ্তি