শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের ২৩ বছর পূর্তি উদযাপন

প্রকাশ | ১০ মে ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসি ২৩ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ৯ মে করপোরেট প্রধান কার্যালয়সহ ব্যাংকের সয শাখা ও উপ-শাখায় পবিত্র কোরআন খতম এবং দোয়া মাহ্‌ফিলের আয়োজন করা হয়। ওই দোয়া মাহ্‌ফিলে দেশ ও জাতির বৃহৎ কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। পরে করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভা কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ২৩ বছর পূর্তি উদযাপন করা হয়। শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক মো. সানাউলস্নাহ সাহিদ, আক্কাচ উদ্দিন মোলস্না, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, আব্দুল হালিম, ফকির আখতারুজ্জামান, খন্দকার শাকিব আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত দোয়া মাহ্‌ফিলে অংশগ্রহণ করে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এস এম মঈনুদ্দীন চৌধুরী, মিঞা কামরুল হাসান চৌধুরী ও এম আখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ, এম এম সাইফুল ইসলাম ও মোস্তফা হোসেনসহ ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মো. সামছুদ্দোহা এবং অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরিয়াহ্‌ ইন্সপেকশন অ্যান্ড কমপস্নাইয়েন্স বিভাগের প্রধান মাওলানা মো. ফরিদ উদ্দিন। বিজ্ঞপ্তি