জার্মানির সিয়া কিচেন বাংলাদেশে

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০ | আপডেট: ২৩ এপ্রিল ২০১৯, ০০:১৭

যাযাদি রিপোর্ট
বিশ্বখ্যাত জার্মান মডু্যলার কিচেন ব্র্যান্ড, সিয়া কিচেন বাংলাদেশে প্রথম শোরুম উদ্বোধন করতে যাচ্ছে। সর্বোচ্চমানের কাস্টমার সেবা দেয়ার পাশাপাশি বিশ্বমানের জার্মান কোয়ালিটি স্ট্যান্ডার্ড নিয়ে রান্নাঘর ও ওয়্যারড্রবের নান্দনিক ডিজাইনের সমন্বয়ে বাংলাদেশে তাদের পণ্য সরবরাহ করতে যাচ্ছে ব্র্যান্ডটি। এজন্য সিয়া গ্রম্নপ জার্মানি ও কফি পিপল লিমিটেড যৌথ কোম্পানি করেছে সিয়া কিচেন বাংলাদেশ লিমিটেড। ঢাকার বনানীর বস্নক-ই এর ১০ নম্বর রোডের ২১ নম্বর হাউসে উদ্বোধন হচ্ছে এটি। বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহজ অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আরো উপস্থিত থাকবেন সিয়া গ্রম্নপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিফানোস সারগোলোগোস, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) মিস ইংগা বুসহজ, কফি পিপল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ জামান ও সিয়া গ্রম্নপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। গ্রাহকদের অসামান্য কোয়ালিটির কিচেন ডিজাইনে অনন্য অভিজ্ঞতা দিতে মানসম্মত গ্রাহকসেবা ও নান্দনিক কিচেন ডিজাইনে শোরুমটি সাজানো হচ্ছে। আকর্ষণীয় ও নতুন ডিজাইনের সাথে টেকসই ও অত্যাধুনিক উপাদানে তৈরি নান্দনিক ডিজাইনের মডু্যলার কিচেন ইউনিট সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।  অত্যাধুনিক মান ও স্টাইলের সাথে কোয়ালিটি ও সার্ভিসে বাছাই করা সেরা উপকরণ ও হার্ডওয়্যারের সমন্বয়ে বিশ্বমানের কাস্টমাইজড ও নান্দনিক ডিজাইনের কিচেন প্রোডাক্ট সরবরাহ করবে সিয়া। এ বিষয়ে সিয়া গ্রম্নপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিফানোস সারগোলোগোস বলেন, 'বাংলাদেশে উচ্চমানের কিচেন ডিজাইন ফার্নিচারের চাহিদা দিন দিন বাড়তে থাকায় এদেশে সিয়া'র পণ্যের ব্যাপক সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। বসবাসের জায়গাকে সুসজ্জিত করার ক্ষেত্রে সীমাবদ্ধতাকে অতিক্রম করে সাধ্যের মধ্যে মানসম্মত ডিজাইনের অত্যাধুনিক পণ্য সরবরাহ করতে নতুন দিগন্ত উন্মোচনের জন্য সিয়া বদ্ধ পরিকর।'