চীনা ভিসা ফি সংগ্রহ করবে ইস্টার্ন ব্যাংক
প্রকাশ | ২২ মে ২০২৪, ০০:০০
বাংলাদেশে চীনা ভিসা আবেদন কেন্দ্রের ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান সিআইআইসি সার্ভিস বিডি কো লি. এর সঙ্গে একটি ব্যাংকিং পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। চুক্তির অধীনে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে চীনা ভিসা ফি সংগ্রহের দায়িত্ব পালন করবে ইবিএল। ২১ মে রাজধানীর গুলশানে ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন ইর্স্টান ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন এবং চীনা দূতাবাসের কন্সুলার হং হাওইউ। সিআইআইসির সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক লাই জিংজিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি