২০% নগদ লভ্যাংশ দেবে যমুনা ব্যাংক

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। বছর শেষে ব্যাংকটির সম্মিলিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৭৭ পয়সা। ৩১ ডিসেম্বর ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৯ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনে আগামী ১৬ জুন সকাল ১০টায় রাজধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থিত পুলিশ কনভেনশন হলে শেয়ারহোল্ডারদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে যমুনা ব্যাংক। রেকর্ড ডেট ১৫ মে। ২০১৭ হিসাব বছরের জন্য লভ্যাংশ হিসেবে ২২ শতাংশ বোনাস শেয়ার দিয়েছিল ব্যাংকটি। ডিএসইতে যমুনা ব্যাংক শেয়ারের সর্বশেষ দর ছিল ১৮ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ২১ টাকা ৮০ পয়সা ও সর্বনিম্ন ১৩ টাকা ৬০ পয়সা। ২০০৬ সালে তালিকাভুক্ত ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৭৪৯ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভ ৭৯৩ কোটি ২৩ লাখ টাকা। ব্যাংকের মোট শেয়ারের ৫০ দশমিক ৫৫ শতাংশ রয়েছে এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩ দশমিক ৯৬ ও বাকি ৪৫ দশমিক ৪৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। বিএসসির ইপিএস বেড়েছে ১২৯ শতাংশ যাযাদি রিপোর্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ'১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস ১২৯ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩৮ পয়সা। গত ৯ মাসে (জুলাই'১৮-মার্চ'১৯) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭ পয়সা। ৩১ মার্চ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫৫ টাকা ৯ পয়সা।